নূতন কিছু সোশ্যাল-মিডিয়া এসে দাঁড়িয়েছে , কিছু দিন স্বাধীনতা দেবে , তারপর সেগুলোকেও রুদ্ধ করা হবে ,আবার আরো কিছু নতুন বেরোবে , এই দড়ি টানাটানির লড়াই চলবে। আর তার মধ্যে দিয়েই বিশ্বের মানুষকে ছিনিয়ে আনতে হবে মতামত ব্যক্ত করার এবং বিতর্কের আজাদী। আমরা মানুষের পক্ষের মতামত দিয়ে উড়িয়ে দেব মানুষ বিরোধিতার মতামতকে। ভারতের কৃষক আন্দোলনের ট্রেন্ডিং দেখিয়ে দেয় আমাদের এই রাস্তা আমাদের স্বপ্নের মনজিলে আমাদের পৌঁছে দেবেই , ওরাও প্রযুক্তি ব্যবহার করবে সেটাকে নিয়ন্ত্রণ করবার জন্যে, আমরাও করবো তাকে আজাদ করবার জন্যে। এটাই প্রযুক্তি ব্যবহারের দুলাইনের সংগ্রাম।
by সৌমিত্র বসু | 16 January, 2021 | 1787 | Tags : Mark Zuckerberg Facebook Social Media Linux Donald Trump Farmers Movement NoVoteRoBJP
শিবনাথ মালাকার গ্রামের মাতব্বর। প্রভূত ধন সম্পত্তি, সেই সুবাদে রাজনৈতিক ব্যক্তিত্ব। বিধানসভা তপশীলি সমষ্টি হয়ে গেলেই নাকি শাসক দলের ক্যান্ডিডেট এমন কানাঘুষো। শিবনাথ কাকুর সঙ্গে পল্লবদের পরিবারের একটা অম্লমধুর সম্পর্ক অনেকদিন থেকেই। রক্তারক্তির একটা শিশুকাণ্ড ঘটেছিল বাবার বালক বয়সে। যদিও সেসব চুকে বুকে গেছিল শৈশবেই। সম্পন্ন দুই কৃষক পরিবারের ছেলেরা বন্ধুই ছিল, কিন্তু পিসের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না শিবনাথ কাকার। শিবনাথ মালাকারের বাড়াভাতে ছাই দিয়ে যে বিয়ে করে ফেলল আপিকে।
by রণবীর পুরকায়স্থ | 06 June, 2021 | 2039 | Tags : Peoples' Canteen an unending food source A Short story by Ranabir Purkayastha Farmers Movement